আপনার শরীরে পরিবর্তন

শরীর আর মনের যত্ন

- অম্বল , বদহজম যাতে না হয় বেশি তেল মশলা ভাজা জাতীয় খাবার খাবেন না
- খাবার পরেই শোবেন না এতে খাবার গলার কাছে উঠে আসতে চাইবে
- শিশুর নড়াচড়া লক্ষ্য রাখবেন , অস্বাভাবিক অন্যরকম কিছু লক্ষ্য করলে ডাক্তারের সাথে আলোচনা করুন
- পেটের টান ধরার দাগ কিছু দিন পর আপনি মিলিয়ে যাবে তার জন্য দামি কোনো ক্রিম বা মলমের ব্যবহার করার প্রয়োজন নেই , যদি ত্বকের শুস্কতা বা চুলকানি কমাতে ক্রিম ব্যবহার করতে চান করতে পারেন
- আপনার স্বামী কে বলুন আপনার গর্ভে শিশুটির সাথে খেলতে , দেখুন পেটের উপর হালকা টোকা মারলে সেও কেমন পা ছুঁড়ে জবাব দেয় !
ডাক্তারের পরামর্শ নিন

- আমি মাঝে মাঝে আমার শিশুর নড়াচড়া অনুভব করতে পারছি না , এরকম হওয়া কি স্বাভাবিক ?
- সময়ের পূর্বে প্রসব সম্ভাবনার কোনো বিশেষ লক্ষণ থাকে কি?
- প্রসব কালে ব্যাথা কম রাখতে কি করতে পারি ?
- আমার সব সময় মনে হচ্ছে আমার প্রসব সময় আসন্ন যে কোনো দিন শিশু জন্ম নিতে পারে , এরকম মনে হওয়া কি স্বাভাবিক ?
- আমি প্রায়ই স্পষ্ট ঘটছে এমন কিছু ভয়ের স্বপ্ন দেখছি যাতে আমার দুশ্চিন্তা বাড়ছে , কি করতে পারি ?
আপনার মনে কী এই প্রশ্ন এসেছে ?
প্রসবের সময় কি হয় , এ সম্পকে ডাক্তারের সাথে আলোচনা করুন , এগুলি জেনে রাখলে আপনার ভয় বা দুশ্চিন্তা কম হবে এবং আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন জেনে মনে জোর পাবেন | নিজেকে কিভাবে শান্ত রাখতে পারেন জেনে নিন , লম্বা নিঃস্বাশ নেওয়া এবং ছাড়া অভ্যেস করুন , এতে আপনার উপকার হবে | যোগ ব্যায়ামে এধরণের অভ্যেস করতে শেখায় | আপনার চালচলন ও অনেক টা সাহায্য করতে পারে , হাঁটু মুড়ে বসা, হাঁটা চলা নিয়মিত করা , বসে থাকা অবস্থায় আগে পিছু হালকা দুলতে থাকা এই ধরণের কিছু অভ্যেস ,সহজ সন্তান প্রসবে সাহায্য করবে |
এটি সম্পূর্ণ ভিত্তিহীন , শিশুর ত্বকের রং আপনার কিছু খাওয়া বা না খাওয়ার উপর নির্ভর করে না ত্বকের রং শিশুর বংশগত , বংশের ধারা মেনে চলে , তার জিনের ওপর নির্ভর করে , মায়ের খাদ্যতালিকার ওপর নয় | ভিটামিন পুস্ট খাবার আর যথেষ্ট পরিমানে জল এ সময় শরীরের পক্ষে এবং শিশুর পুষ্টি ও বিকাশে সাহায্য করবে | ডাবের জল শরীরের সেই জলীয় মাত্রা বজায় রাখতে সাহায্য করবে|