আমি থাকি বসিরহাট2 নম্বর ব্লকের একটি গ্রাম এ। আমি একজন মা।

এটি আমার বাড়ি।এখানে আমি আমার ছেলে, স্বামী, শশুর, শাশুড়ী মায়ের সাথে থাকি।

অনেক সময় আমার মা ও আমাদের সাথে থাকেন। তিনি আমাকে আমার ছেলের দেখাশোনা করতে সাহায্য করেন।

এটি আমার ছেলে। আমার ছেলের বয়েস 4 বছর।

আমি আমার ছেলের পড়াশোনার ও খেলাধুলার বিষয়ে খুব সচেতন।

আমার আর এক পরিচয় আমি বিজয়িনী দলের সদস্য।

এই দলের মাধ্যমে আমি আমার এলাকার নারী ও শিশু দের অধিকার রক্ষার লড়াই এ সামিল হই, তার সাথে সাথে নারী ও শিশু পাচার প্রতিরোধ করার জন্য কাজ করি।  পেশা গত ভাবে আমি পাচার ফেরত মহিলা দের ট্রেনিং দিয়ে থাকি লিডারশিপ এর উপর ও তাদের সাহায্য করি আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য।

আমি আলোর দিশা স্বনির্ভর গোষ্ঠীর একজন পদাধিকার।

আমি ও আমার স্বনির্ভর গোষ্ঠীর বাকি সদস্যরা গুঁড়ো হলুদের ব্যবসা করি।

আমরা কাঁচা মাল কিনে এনে, মেশিনের সাহায্যে হলুদ গুঁড়ো করে তা ছোট ছোট প্যাকেট এ প্যাক করে লোকাল ক্রেতাদের মধ্যে বিক্রি করি।

গর্ভবতী মায়েদের নিয়ে আমি 2টি গ্রামে কুশল আলো সেশনের আয়োজন করছি।

গর্ভবতী মায়েদের নিয়ে আমি 2টি গ্রামে কুশল আলো সেশনের আয়োজন করছি।

মায়েদের সাথে আলোচনা করে আমি নিজে যেমন অনেক অজানা তথ্য জানতে পারছি, তেমনি এই অজানা তথ্য গুলি মায়েদের তথ্য ভান্ডার কে সমৃদ্ধ করছে।

kushalindia.org

আমি একজন স্বনির্ভর নারী। আমার পরিচয় এখন একটি শব্দে ধরা যায় না। আমি খুব আনন্দিত আমার ক্ষমতায়নে ।

মায়েদের সাথে আলোচনা করে আমি নিজে যেমন অনেক অজানা তথ্য জানতে পারছি, তেমনি এই অজানা তথ্য গুলি মায়েদের তথ্য ভান্ডার কে সমৃদ্ধ করছে। আমি একজন স্বনির্ভর নারী।