আমরা বিশ্বাস করি যেকোনো মহিলা তার সামাজিক বা শিক্ষাগত অবস্থা যাই হোক না কেন , নিজের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে জানার এবং সে সম্পর্কে নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নেবার অধিকার তার প্রাপ্য |
আমাদের সুস্থতা পরিষেবাগুলি গর্ভবতী মহিলাদের শিক্ষার মাধ্যমে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
প্রেগন্যান্সি কে আমরা তিন ভাগে ভাগ করি. প্রথম ভাগ কে বলা হয় ফার্স্ট বা প্রথম ট্রাইমেস্টার, মাঝের ভাগ কে বলা হয় সেকেন্ড বা দ্বিতীয় ট্রাইমেস্টার আর শেষ ভাগ কে বলা হয় থার্ড বা শেষ ট্রাইমেস্টার ।
প্রথম ট্রাইমেস্টার: ০ - ১৩/১৪ সপ্তাহ (প্রথম তিন ম্যাশ)
দ্বিতীয় ট্রাইমেস্টার: ১৫ - ২৮ সপ্তাহ
শেষ ট্রাইমেস্টার: ২৯ - ৩৯/৪০ সপ্তাহ
- ছবি - প্রভাতী রায, কুশল সাথী চারুইগাছি গ্রাম
- বর্তমানে, আমাদের কাজ ভারতের উত্তর ২৪ পরগণা জেলায়। আমাদের উপস্তিথি ২৫টি গ্রামে, বাংলাদেশের সীমান্তবর্তী বা সুন্দরবন ইকোস্ফিয়ারের প্রান্তে। PAT নেটওয়ার্কের ৮টি গ্রাসরুট সংগঠনের দ্বারা সমর্থিত, আমাদের ফ্রন্টলাইন সামাজিক উদ্যোক্তারা স্থানীয় সেলফ হেল্প গ্রূপের লিডার ৷ "কুশল আলো" - সুস্থতা এবং মানসিক স্বাস্থ্য কর্মশালা - আইসিডিএস কেন্দ্র, গ্রামবাসী বাড়ির ছাদ এবং উঠানে বা স্থানীয় প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হয়।
- মাধবপুর, উত্তর ২৪ পরগণার একটি ছোট গ্রাম। গ্রামের বেশিরভাগ মহিলাই কৃষি শ্রমিক এবং তাদের জীবিকা নির্বাহের জন্য চাষাবাদের উপর নির্ভর করে। নিকটতম ট্রেন স্টেশনটি 10 কিমি দূরে ।
- উত্তর ২৪ পরগনার বেগমপুর গ্রাম। ইছামতি নাদির নিকট, এই গ্রামে ৪ জনের মধ্যে ১ জন মহিলা পড়তে বা লিখতে পারেন না । কুশল সাথী মহিলাদের শেখান কুশল ওয়েবসাইট কি ভাবে অনুসন্ধান করতে হয় - গর্ভাবস্থার সুস্থতা তথ্য সম্পর্কে ।
- ছবি - প্রভাতী রায, কুশল সাথী চারুইগাছি গ্রাম
- কুশল স্বেচ্ছাসেবক, অন্ধ্রপ্রদেশ
- একজন গর্ভবতী মা কুশালের ওয়েবসাইট ব্রাউজ করছেন। একটি বেসরকারি হাসপাতালের ওয়েটিং রুম, বিজয়ওয়াড়া, অন্ধ্র প্রদেশ।
- একজন কুশল স্বেচ্ছাসেবকের দ্বারা কোভিড এবং গর্ভবস্থা উপর শিক্ষা অধিবেশন। অ্যান্টেনেটাল (ANC) ক্লিনিক - বিজয়ওয়াদা শহর, অন্ধ্র প্রদেশ ।
- অন্ধ্র প্রদেশে, VMM একটি স্থানীয় এনজিও, কুশল প্রোগ্রাম বাস্তবায়ন করে। ভিসাকপাটনাম শহরে, WIPRO ফাউন্ডেশনের অনুদানে, ৭০টি আরবান স্বাস্থ্য কেন্দ্রে কুশল ওয়ার্কশপ পরিচালনা হয়।
" ওয়েবসাইট দেখে বাচ্চার ওজন সংক্রান্ত বিষয়ে অবগত হয়ে ওঁদের খুব ভালো লেগেছে ও আত্মবিশ্বাসী হয়েছে । আগে অজ্ঞতা হেতু অনেক অনিশ্চয়তার ও সংশয়ের মধ্যে থাকতো । ওই অবস্থা থেকে মুক্তি পেয়ে ওরা খুব খুশি । "বিষয়ভিত্তিক আলোচনা , ওয়েবসাইটে আমার পূর্ণাঙ্গ বিষয় তাদের দেখাই এবং শেষে ব্যায়াম করিয়ে খাবার প্রদান করে সেশনের সমাপ্তি ঘোষণা করি ।এই প্রোগ্রাম গুলি ওঁদের জন্য যেমন কার্যকরী তেমনই আনন্দদায়ক।"
প্রভাতী রায় চড়ুইগাছি গ্রাম

আমাদের লক্ষ্য
আমরা গর্ভাবস্থায় মহিলাদের আনন্দ এবং সুস্বাস্থ্যের অভিজ্ঞতা পেতে সহায়তা করি ...
আগে পডুন
আগে পডুন