প্রসবের লক্ষণ – সপ্তাহ ৩৯

আপনার মনে কী এই প্রশ্ন এসেছে ?

জন্মের পর ডাক্তার কি আমার শিশু কে পরীক্ষা করবেন ?
প্রত্যেক শিশুর জন্মের ৭২ ঘন্টার মধ্যে একটি সর্বাঙ্গীন পরীক্ষা হয়ে থাকে , যদি কোনো অসুবিধে থাকে তাহলে যাতে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা যায় , বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অসুবিধে থাকে না , জন্মের পর শিশুর চোখ , হৃদযন্ত্র হাত পায়ের সঞ্চালন ইত্যাদি পরীক্ষা করে দেখা হাসপাতালের  সাধারণ নিয়মের মধ্যে পড়ে |
প্রসবের পর পর আমি কি রকম থাকবো ? কি আশা করতে পারি ?
প্রসবের পর প্রস্রাবের সময় অনেকে জ্বালাভাব অনুভব করতে পারে , অনেক সময় ঠিক মতো পেট পরিষ্কার হয় না , কোষ্ঠকাঠিন্য হতে পারে , বেশি করে জল পান করলে এই অসুবিধেগুলি চলে যাবে কয়েকদিনের মধ্যে প্রসবের পর পর রক্তস্রাব হয় বেশ কিছুদিন , প্রথম কয়েকদিন ভারী রক্তস্রাব হলেও ধীরে ধীরে তা কমতে থাকবে এবং বন্ধ হওয়ার আগে এটির রং খয়েরি হবে | অনেক সময় মাসিক হওয়ার সময় যেমন পেট ব্যাথা হয় তেমন ও হতে পারে |
 বেশির ভাগ স্বাভাবিক প্রসবে কোনো সেলাই পরে না , যেসব ক্ষেত্রে শিশু কে বাইরে আনতে অল্প কাটাকুটি করতে হয় সে ক্ষেত্রে সেলাই পড়া স্বাভাবিক |