আপনার থাকতে পারে এমন কিছু প্রশ্ন
শিশুকে সঠিক ভাবে বুকের দুধ যাতে খাওয়াতে পারি তার জন্য কি করবো ?
শিশুকে সঠিক ভাবে দুধ খাওয়ানোর জন্য জেনে রাখুন ঠিক কিভাবে শিশুকে রাখবেন যাতে দুধ খেতে শিশুর অসুবিধে না হয় , শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা , দিনে কতবার শিশু কে দুধ খাওয়াতে হবে | প্রসবের পরেই আপনার বুকের দুধ হবে ঘন হালকা হলদেটে রঙের , এটি আপনার শিশুর পক্ষে অত্যন্ত উপকারী , এই দুধ আপনার শিশু কে সব রকম রোগ সংক্রমণ থেকে রক্ষা করবে , এই জন্য ডাক্তারদের মতে শিশু জন্ম নেবার এক ঘন্টা র মধ্যে ই এই দুধ শিশু কে দেওয়া খুব দরকার | বুকের দুধ খাওয়ানোর উপকারিতা সম্পর্কে ডাক্তারের কাছে বিশদ ভাবে জেনে নিন |
প্রসব পূর্ব পাঠ কি ?
প্রসব পূর্ব পাঠ বা অনুশীলন গর্ভবতী মা এবং স্বামী কে গর্ভাবস্থার বিভিন্ন পর্যায় কিভাবে মা ও শিশু র যত্ন করা উচিত কিসে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং সে একটি সুস্থ শিশুর জন্ম দেবে সে গুলি সম্পর্কে শেখায় | গর্ভাবস্থায় কি কি উদ্বেগ বা চিন্তা নতুন মা বাবা র হতে পারে , এবং তারা কিভাবে একটি সঠিক , সহজ প্রসব ব্যবস্থা র সিদ্ধান্ত নিতে পারে সেটা বলে দিতে পারে | এই অনুশীলন শালা গুলি তে আরো অনেক জুটি যারা নতুন মা বাবা হতে চলেছে তাদের সাথে আলাপ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকে |