ড: সুজিত ঘোষ
ড: সুজিত ঘোষ, আন্তর্জার্তিক উন্নয়নকরণ, অভাবী ও ভুক্তভোগী সম্প্রদায় এর সুবিধা বঞ্চিত মায়েদের সহায়তা করার জন্য এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিষেবা কে সুদৃঢ় করার জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন | চিকিৎসা ও সে সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য তিনি এশিয়া ও আফ্রিকায় যোগ্যতা ও সফলতার সাথে অনেক কমিউনিটি প্রকল্পের প্রতিষ্ঠা করেছেন | ড : ঘোষের কাজের মূল লক্ষ্য হলো যৌন - প্রজনন স্বাস্থ্য, ও তার অধিকার সংরক্ষণ, মানসিক স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য ও গর্ভকালীন মানসিক স্বাস্থ্য |
Board of Advisers
জ্যোতি লাহিড়ী
জ্যোতি লাহিড়ী, বহুজাতিক সংস্থাতে আর্থিক পেশাদার হিসেবে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন | বর্তমানে এনার্জি স্পেস নিয়ে গবেষণারত একটি বহুজাতিক সংস্থার একজন সিনিয়র এক্সিকিউটিভ | তিনি অস্ট্রেলিয়া, চীন, সিঙ্গাপুর, হংকং এবং ভারতে এর সহযোগী সংস্থার বোর্ড মেম্বার হিসেবে কাজ করেছেন | ভারত ছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরে বাস করেছেন | বর্তমানে ২০০৭ থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন | তিনি ক্রিকেটে বিশেষ আগ্রহী এবং বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত |
পূর্বা চ্যাটার্জী
পূর্বা চ্যাটার্জী, বর্তমানে ক্যালিফর্নিয়া ইউনিভার্সিটির স্যানফ্রান্সিস্কো ক্যাম্পাসে ওব/ জিন ডিপার্টমেন্টের বিক্সবি সেন্টারে কর্মরত | তিনি কেনিয়ার "FACES " প্রোগ্রাম এর চিফ অপারেশন অফিসার | পূর্বা লন্ডন স্কুল অফ হাইজিন থেকে স্নাতক এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের “I Tech” প্রোগ্রাম এর ভারতীয় কান্ট্রি ডিরেক্টর পদে অধিষ্ঠিত ছিলেন |
টমাস গডফ্রে
টমাস গডফ্রে প্রযুক্তি ও খেলাধুলার মেলবন্ধনের মাধ্যমে সরকারি - বেসরকারি সংগঠনের মধ্যে আন্তজার্তিক মানের অংশীদারিত্ব গঠনের ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন | তিনি একজন উদ্যোক্তা এবং লন্ডনের অধিবাসী | মি: গডফ্রে মার্কিন যুক্তরাষ্ট্রে রিয়েল এস্টেট প্রকল্পের জন্য সারা বিশ্ব থেকে মূলধন সংগ্রহ করেছেন | সম্প্রতি তিনি "স্পেসহাইভ" নামক বিশ্বের প্রথম সিভিক ক্রাউড ফান্ডিং প্লাটফর্মের অংশীদারিত্ব বা জোট গঠনের পরিচালক পদে আসীন ছিলেন |
এস. টি. প্রসাদ
এস. টি. প্রসাদ, রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ওয়ারেংল থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক |
বিগত তিন দশক ধরে কর্মসূত্রে তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তা | তিনি ভারতবর্ষের হায়দ্রাবাদে থাকেন এবং তিনি মানসিক ভাবে খুবই শক্তিশালী ও নিজ সিদ্ধান্তে অনড় |