আপনার মনে কী এই প্রশ্ন এসেছে ?
আমি কি স্বাভাবিক যৌন জীবন উপভোগ করতে পারি ?
এ সময় আপনি সচ্ছন্দে আপনার স্বাভাবিক যৌন জীবনযাপন করতে পারেন এতে আপনার স্বামীর সাথে সম্পর্ক ভালো হবে , আপনার পক্ষে সুবিধাজনক এমন ভঙ্গি বা অবস্থান স্থল বেছে নিন | বেশির ভাগ সময় এক পাশে শুলে সুবিধে হয় , আপনার কোমরের নিচে চাপ বোধ করলে দুই হাঁটুর মধ্যে বালিশ রেখে শোয়ার অভ্যেস করুন |
আমাকে বলা হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে শিশুর জন্ম সবচেয়ে নিরাপদ , এটা কি সত্যি ?
সিজারিয়ান পদ্ধতি একটি গুরুতর অপারেশন এবং এতে অনেক সমস্যা দেখা দিতে পারে , অত্যন্ত জরুরি অবস্থায় যেখানে মা বা শিশুর জীবন সংশয় আশঙ্কা করা হয় সেখানেই এই পদ্ধতির ব্যবহার করা হয় | অনেক সময় শিশুর জন্ম প্রক্রিয়া নিয়ে মনে আশঙ্কা হতে পারে , ডাক্তারের সাথে এ বিষয় আলোচনা করে নিন , ডাক্তার আপনাকে ভালো করে বুঝিয়ে বলবেন প্রসবের সময় আপনি কি কি সহায়তা পেতে পারেন যাতে সেই সময়টা আপনার পক্ষে সহজ হয় |
জন্ম পরিকল্পনা ( birth plan ) কি জানার জন্যে এখানে ক্লিক করুন |