গর্ভাবস্থায় পা ফুলে আছে – সপ্তাহ ৩৮

আপনার মনে কী এই প্রশ্ন এসেছে ?

আমার পেটখারাপ হচ্ছে কি করবো ?

এইসময় পেট খারাপ হয় , এইভাবে শিশু যাতে সহজে জন্ম গ্রহণ করতে পারে তার জন্য শরীরে যথেষ্ট জায়গা করে দেওয়া হচ্ছে , আপনার শিশু এখন যেকোন দিন জন্ম নিতে প্রস্তুত , প্রচুর জল খাবেন , যাতে শরীরে জলের মাত্রা পর্যাপ্ত থাকে |

আমার খুব পা ফুলে আছে , কি করবো ?
পা ফুলে যাওয়া গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রায়ই হয়ে থাকে ,
২২ সপ্তাহের পর থেকে ৭৫% মহিলার ক্ষেত্রে এটা দেখা গেছে
অল্প আধটু পায়ের ফোলাতে চিন্তার কিছু নেই , তবে অতিরিক্ত ফোলা , বা রক্তচাপ বেশি থাকলে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিন |