গর্ভাবস্থায় সতর্কতা – সপ্তাহ ২৮

আপনার থাকতে পারে এমন কিছু প্রশ্ন

আমার মনে হচ্ছে আমার বুকে একটা গাঁট ( লাম্প) হয়েছে | আমি চিন্তিত !

গর্ভাবস্থায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম , বিশেষত আপনার বয়স যদি ৩৫ এর কম হয় | গর্ভাবস্থায় নানারকম শারীরিক পরিবর্তন হয়ে থাকে , স্তন দুটি আগের চেয়ে ভারী ও শক্ত বলে মনে হতে পারে | আপনার চিন্তা বেশি হলে এ বিষয় ডাক্তারের সাথে কথা বলুন |

আরও প্রশ্ন থাকলে ক্লিক করুন । 

আমি অসম্ভব ক্লান্ত বোধ করছি , একটুও বিশ্রাম করতে পারছি না , অস্থির লাগছে ! কি করবো ?

আপনি এখন আগের চেয়ে বেশি ওজন বহন করছেন , আপনার পেশী র উপর চাপ বেশি পড়ছে , মাঝে মাঝে হাঁফ ধরছে … এই জন্য আপনার এমনটা লাগছে একটানা কোনো কাজ করবেন না , বার বার স্বল্প বিশ্রাম নিন |