ডাক্তার কে যোগাযোগ করবেন – সপ্তাহ ৩২

আপনার থাকতে পারে এমন কিছু প্রশ্ন

আমার শিশুর জন্মের জন্য আদর্শ বা সঠিক অবস্থান কি রকম থাকা উচিত ?

আপনার শিশুর মাথা নিচের দিকে থাকলে জন্মের প্রক্রিয়া সবচেয়ে সহজ হবে | শিশুর এই অবস্থান একদম শেষের দিকে , প্রসবের অল্প আগে হওয়ার সম্ভাবনা , অনেক সময় ৩৬ সপ্তাহে ও যখন শিশু এই ভাবে না থাকে , ডাক্তার চেষ্টা করতে পারেন তাকে ঠিক অবস্থানে নিয়ে আসার | অনেক সময় শিশু অন্য ভাবে বা অন্য দিক করে ও জন্ম নিতে পারে |

কোন কোন লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত ?
  •  যদি আপনার কোনো এক পায়ের গোড়ালির কাছে পেশী লাল হয়ে ফুলে ওঠে বা ব্যাথা হতে থাকে
  • যদি বুকে ব্যাথা হয় , বা নিঃস্বাশের কষ্ট হয়
  • যদি আপনার রক্তক্ষরণ হয় , আপনার অবসন্ন লাগে
  • জ্ঞান হারিয়ে ফেলেন বা হৃদযন্ত্রর গতি হটাৎ বেড়ে যায়
  • জ্বর ও সঙ্গে পেটে ব্যাথা
  • মাথা ব্যাথা সঙ্গে চোখের দৃষ্টি ঝাপসা , বমি
 - উপরোক্ত যেকোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তার কে যোগাযোগ করুন |