নবজাতকের জন্ডিস – ত্বকে ও চোখে হলুদ আভা কি ?

নবজাতকের জন্ডিস

নবজাতকের জন্ডিস কি? - আপনি কি জানেন সদ্যোজাত শিশুদের মধ্যে  প্রায় অর্ধেক এরও বেশি সংখ্যক শিশু জন্ডিসে আক্রান্ত থাকে?

কিন্তু এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

কিন্তু যদি শিশুর জন্মের  ২৪ ঘণ্টার মধ্যেই জণ্ডিস দেখা যায় ও

প্রায় ২ সপ্তাহ অব্দি জন্ডিসের প্রকোপ না কমে

তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরবর্তী পদক্ষেপ জানার জন্য যোগাযোগ করুন।

কিন্তু ঠিক কি কারণে এই হলুদ আভা লক্ষ্য করা যায়?

আসলে, যেহেতু শরীর নিয়মিত নতুন রক্ত তৈরি করে ও পুরনো রক্ত নষ্ট করে তখন বিলিরুবিন নামক একটি পদার্থ তৈরি হয়।সাধারণত এটি লিভার এর মাধ্যমে তৈরি হয় ও নিষ্কাশিত হয় মুখের মাধ্যমে। যদিও শিশুর জন্মের   প্রাথমিক দিন গুলিতে, একটি শিশুর লিভার সঠিক ভাবে কাজ করতে পারে না, যার ফলে রক্তে বিলিরুবিনের পরিমাণ অনেক টা বৃদ্ধি পায়, সেই কারণেই শিশুর চোখে ও ত্বকে এই হলুদ আভা দেখা যায়।

এখন আপনি হয়তো ভাবছেন - জণ্ডিস ক্ষতিকারক কিনা?

বেশির ভাগ শিশুর জন্য এটি সমস্যার নয়। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এটির কারণে শ্রবনে বা মস্তিষ্কের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এবং সেই কারণেই হাসপাতালে বিশেষ ভাবে বিলিরুবিনের পরিমাণকে নজরে রাখা হয় ও প্রয়োজনে  কিছু ব্যবস্থা যেমন ফটোথেরাপির সাহায্য নেওয়া হয়।

কিন্তু যদি জন্ডিস দীর্ঘস্থায়ী হয়?

শিশুর জন্ডিস দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজনীয় কারণ অনেক ক্ষেত্রে জন্ডিস দীর্ঘমেয়াদি হওয়ার কারণ হলো শিশুর কোনো ইনফেকশন, থাইরয়েডের সমস্যা বা লিভারের সমস্যা। কিছু পরীক্ষা যেমন মূত্রের পরীক্ষা বা রক্তের পরীক্ষার মাধ্যমে জন্ডিস দীর্ঘমেয়াদি হওয়ার কারণ নির্ণয় করা যায়।

কিছু ক্ষেত্রে শিশুর জন্ডিস হওয়ার প্রবণতা থাকে,

বিশেষ করে সময়ের আগে যে শিশুর জন্ম হয়, বা যে শিশুর কোনো ইনফেকশন হয়েছে, অথবা যে শিশুর রক্তের গ্রুপ তার মায়ের থেকে আলাদা। স্বল্প জন্ডিসে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্যে মূলত বিভিন্ন তরলজাত দ্রব্য দেওয়া হয়, কিন্ত বেশির ভাগ ক্ষেত্রে ফটোথেরাপির সাহায্য নেওয়া হয়। এবং গুরুতর ক্ষেত্রে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয়।

এটি খুব ভালো যে খুব কম সংখ্যক শিশু দীর্ঘমেয়াদি জন্ডিস এর শিকার হয়। যদিও খুবই প্রয়োজনীয় শিশুর জন্ডিস হলেই সেটি সঠিক ভাবে মনিটর করা ও ক্রমাগত বাড়তে থাকা উপসর্গ গুলি কে কমানোর ব্যবস্থা নেওয়া, যেমন পাতলা পায়খানা ও ঘন মুত্র, কারণ এগুলি হওয়ার অর্থ লিভারের  সমস্যা হওয়া।মনে রাখবেন, যদি শিশুর জন্মের পর জন্ডিস প্রায় ২ সপ্তাহ পর্যন্ত থাকে, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসক বা স্থানীয় হাসপাতালের সাথে যোগাযোগ করুন। আপনার শিশুর স্বাস্থ্যই আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *