প্রসবের চিহ্ন বা লক্ষণ – সপ্তাহ ৩৭

এ সময় কি হয়

image to flag post changes in the body section
আপনার শরীর ও মন
প্রসবের চিহ্ন বা লক্ষণ কি ? আপনি হয়তো লক্ষ্য করছেন আপনার তরল নিঃসরণ লক্ষ করছেন আপনার স্তনে , এটা স্বাভাবিক , আপনার যোনি বা প্রসব স্থলে ও তরল নিঃসরণ হতে পারে , এসময় আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন , মনে রাখবেন আপনি আপনার জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনার সম্মুখীন হতে চলেছেন , এবং এর জন্য আপনাকে অভিনন্দন , আপনি শিগগিরই মা হতে চলেছেন , আর মাত্র কয়েক দিন বা সপ্তাহের অপেক্ষা ! আপনার যদি যমজ শিশু থাকে তাহলে এই সপ্তাহে ই আপনি প্রসব আশা করতে পারেন , এটি যদি আপনার প্রথম প্রসব না হয় তবে শিশুটি প্রসব সময়ের কাছাকাছি নিচের দিকে আসতে শুরু করবে |

গর্ভে সন্তান বৃদ্ধি

কত টা বাড়লো
এই সময় শিশু টি একটি কাঁঠালের সমান (৪৭ সেন্টিমিটার লম্বা আর ওজন প্রায় ২ কেজি ৮০০ গ্রাম)|

শিশুর ক্রমবিকাশ

Pregnancy weekly guide - baby size
বিকাশ
বেশিরভাগ শিশু ( ৯৫% ) র মাথা এসময় নিচের দিকে এবং আপনার পশ্চাৎমুখী অবস্থায় থাকে | শিশুটি এখন অনেকরকম মুখভঙ্গি করতে শিখছে , কখনো ভুরু কুঁচকোছে , কখনো মুখে হাসি বা কান্নাভাব , চিন্তা করবেন না এগুলির সাথে তার আনন্দ বা দুঃখ বোধের কোনো সম্পর্ক নেই | শিশুটি এখন বাইরের জগতে বেঁচে থাকার পক্ষে সম্পূর্ণ রূপে তৈরী , যে কোনো দিন এখন শিশু জন্ম নিতে পারে |

শরীর আর মনের যত্ন

আপনার শিশু ও নিজের যত্ন নেবেন কিভাবে
  • আপনার প্রসব চিহ্ন গুলি জেনে রাখুন
  • কোন সময় হাসপাতাল যেতে হবে জেনে রাখুন
  • যখন বসতে যাচ্ছেন সামনের দিকে ঝুঁকে , আপনার পশ্চাৎদেশ হাঁটু র উপরে আসে সেই ভাবে বসার চেষ্টা করুন অনেকে বলেন এতে জন্মের আগে শিশুর সঠিক জায়গাটি তে  পৌঁছন সহজ হয় |
  • যথেষ্ট পরিমানে জল খেতে থাকুন , অন্তত দিনে ৮ গেলাস |
  • রোজকার কাজকর্ম নিয়ে দুশ্চিন্তা হলে পরিবারের কারুর কাছে সহায়তা নিন |
  • আপনাকে ডাক্তার যদি শুয়ে থাকার নির্দেশ দিয়ে থাকেন তবে রোজকার একটি রুটিন রাখুন কি কি দরকার এবং পরিবারের কাউকে বলুন আপনাকে সাহায্য করতে | নিজের কাছে বই , পত্রিকা , ফোন , টিভি রিমোট এগুলি রাখুন যাতে দরকারে সহজেই পেতে পারেন |
  • অনেকে আপনাকে অনেক পরামর্শ দেবেন , বিরক্ত হবেন না মনে রাখবেন আপনাকে সাহায্য করার ই চেষ্টা করছেন সবাই |
  • প্রসবের সময় কি হতে পারে জেনে রাখুন , তাহলে আপনি মানসিক ভাবে পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন , অযথা ভয় বা দুশ্চিন্তা হবে না |

ডাক্তারের পরামর্শ নিন

Pregnancy weekly guide - ask your doctor
ডাক্তার কে করবেন এমন কিছু প্রশ্ন
  1. আমার শিশু সুস্থ আছে তো ? কিভাবে বা কোন অবস্থানে রয়েছে শিশুটি ?
  2. প্রসবের চিহ্ন বা লক্ষণ গুলি কি করে বুঝবো ?
  3. আমার খুব দুশ্চিন্তা হচ্ছে , কি করবো ?
  4. প্রসবের সময় ব্যাথা কমাতে কি কি ব্যবস্থা নিতে পারি ?
  5. আমার কি আর কোনো স্ক্যান করার দরকার ?

গুরুত্বপূর্ণ কিছু বিষয়

কর্ম তালিকা
  1. বাড়ি থেকে হাসপাতাল কিভাবে যাবেন সেটা ঠিক করে রাখুন
  2. সব জরুরি ফোন নম্বর একজায়গায় গুছিয়ে হাতের কাছে রাখুন
  3. শিশুর জামা , বিছানা , চাদর সব গুছিয়ে রাখুন
  4. ডাক্তারের সাথে পরামর্শ নিতে দিন সময় ঠিক করে রাখুন
  5. প্রসবের সময় আপনার স্বামী ও নিকটজনের কাছে কি সহায়তা আশা করেন তা নিজেদের মধ্যে আলোচনা করে নিন

আপনার থাকতে পারে এমন কিছু প্রশ্ন

কি করে বুঝবো শিশুর জন্ম নেওয়ার সময় হয়েছে ?
কয়েকটা লক্ষণ রয়েছে যেগুলি দেখলে বুঝবেন প্রসবের সময় হয়েছে , সেগুইলি হলো
১ সংকোচন বা পেটে তীব্র চাপ অনুভব করা
২ ঘন স্রাব এবং জল ভেঙে আপনার কাপড় ভিজে ওঠা
৩ এবং কোমরের নিচে , পিছনে তীব্র ব্যাথা অনুভব করা
সাধারণত জল ভাঙার ২৪ ঘন্টা র মধ্যেই শিশুর জন্ম প্রক্রিয়া শুরু হয় |
প্রসবের সময় আমার কি কোনো অস্ত্রপ্রচার (surgical cut )করতে হতে পারে ?
বেশির ভাগ ক্ষেত্রে ই কোনো অস্ত্রপ্রচার বা কাটা ছেঁড়ার দরকার হয় না , অনেক সময় ডাক্তার রা মনে করতেন অল্প
কাটা শিশু বার করতে সহজ হয় , এবং প্রসবের সময়  অতিরিক্ত ক্ষত হওয়ার সম্ভাবনা কম থাকে |
তখনই অস্ত্রপ্রচারের বা কাটাকুটি করার দরকার হতে পারে যদি জন্মের সময় কোনো ভাবে শিশুর জীবন সংশয় দেখা দেয় শিশুর হৃদস্পন্দন কমতে থাকে , এবং তাকে দ্রুত বাইরে নিয়ে আসা জরুরি হয়ে পড়ে |