প্রসবের চিহ্ন বা লক্ষণ – সপ্তাহ ৩৭

আপনার থাকতে পারে এমন কিছু প্রশ্ন

কি করে বুঝবো শিশুর জন্ম নেওয়ার সময় হয়েছে ?
কয়েকটা লক্ষণ রয়েছে যেগুলি দেখলে বুঝবেন প্রসবের সময় হয়েছে , সেগুইলি হলো
১ সংকোচন বা পেটে তীব্র চাপ অনুভব করা
২ ঘন স্রাব এবং জল ভেঙে আপনার কাপড় ভিজে ওঠা
৩ এবং কোমরের নিচে , পিছনে তীব্র ব্যাথা অনুভব করা
সাধারণত জল ভাঙার ২৪ ঘন্টা র মধ্যেই শিশুর জন্ম প্রক্রিয়া শুরু হয় |
প্রসবের সময় আমার কি কোনো অস্ত্রপ্রচার (surgical cut )করতে হতে পারে ?
বেশির ভাগ ক্ষেত্রে ই কোনো অস্ত্রপ্রচার বা কাটা ছেঁড়ার দরকার হয় না , অনেক সময় ডাক্তার রা মনে করতেন অল্প
কাটা শিশু বার করতে সহজ হয় , এবং প্রসবের সময়  অতিরিক্ত ক্ষত হওয়ার সম্ভাবনা কম থাকে |
তখনই অস্ত্রপ্রচারের বা কাটাকুটি করার দরকার হতে পারে যদি জন্মের সময় কোনো ভাবে শিশুর জীবন সংশয় দেখা দেয় শিশুর হৃদস্পন্দন কমতে থাকে , এবং তাকে দ্রুত বাইরে নিয়ে আসা জরুরি হয়ে পড়ে |