প্রসবকালীন ব্যাথা কম রাখতে কি কি উপায় আছে

৩১ সপ্তাহে নেভিগেট করতে সাহায্য করার জন্য ডান আইকন২৯ সপ্তাহে নেভিগেট করতে সাহায্য করার জন্য বাম আইকনরিলাক্সেশন এর পদ্ধতি গুলি থেকে শ্বাস প্রশ্বাস এর যোগাসন, এখানে অনেক গুলি উপায় আছে প্রসবকালীন ব্যাথা কমিয়ে শিশুর জন্মকে আরামদায়ক করার। আপনার প্রসবকালীন যাত্রা কে একটু সহজ করার জন্য কিছু কৌশল ও টিপস জেনে নিন। সপ্তাহ ৩০ টিপস

আপনার শরীরে পরিবর্তন

টিপস - প্রসবকালীন ব্যাথা the image for week 30 body changes and issues

৩০ সপ্তাহ - কি হোতে পারে

আপনার মনে নান প্রশ্ন আসছে যেমন প্রসবের সময় ব্যাথা কি ভাবে কমানো যেতে পারে .....
আপনার এখন মনে হবে আপনার প্রসব সময় খুব নিকট , আপনাকে ঘন ঘন বাথরুম যেতে হচ্ছে , আপনার কোনো কোনো সময় স্বপ্ন দেখছেন আপনি কোনো দোকানে বা লোকবহুল জায়গায় শিশু জন্ম দিতে চলেছেন , এবং আপনার উৎকণ্ঠা বাড়ছে ! কিন্তু এখনো শিশুর বৃদ্ধি ও বিকাশ পুরোপুরি সম্পূর্ণ হয় নি , শিশু জন্ম নিতে আরো কিছু সময় বাকি … মনে রাখবেন এরকম স্বপ্ন , স্বপ্নই … বাস্তব নয় !
এসময় আপনার ত্বকে চুলকুনি হতে পারে যা আপনার পক্ষে অস্বস্তিকর |
কোভিড আপনার গর্ভাবস্থায় কি প্রভাব ফেলতে পারে জানার জন্য এখানে ক্লিক করুন 👉🏽

গর্ভে সন্তান বৃদ্ধি

সাইজ গাইড সপ্তাহ 30 - ব্রোকলির ছবি

কত টা বাড়লো

আপনার শিশুটি এখন মাপে একটি ছোট ফুলকপির সমান লম্বায় ৩৮ সেন্টিমিটার ওজন ১৫০০ গ্রাম |

আপনার গর্ভে সন্তান বিকাশ

Pregnancy weekly guide - baby size

বিকাশ

আপনার শিশু এখন বেশ গোলগাল হয়ে উঠছে , ত্বক আগের  মতো কুঁচকে নেই , বেশ মসৃন হাতের আঙুল চুষতে পারছে , নখ হয়েছে , চোখের দৃষ্টি ক্ষমতার বিকাশ হচ্ছে , এবং তা জন্মানোর পর আরো ভালো হবে , চোখের দৃষ্টি নিবদ্ধ করতে পারছে |

শরীর আর মনের যত্ন

drawing of woman in week 21 of pregnancy - tips for প্রসবের সময় ব্যাথা

পরামর্শ (টিপস)

  • অম্বল , বদহজম যাতে না হয় বেশি তেল মশলা ভাজা জাতীয় খাবার খাবেন না
  • খাবার পরেই শোবেন না এতে খাবার গলার কাছে উঠে আসতে চাইবে
  • শিশুর নড়াচড়া লক্ষ্য রাখবেন , অস্বাভাবিক  অন্যরকম কিছু লক্ষ্য করলে ডাক্তারের সাথে আলোচনা করুন
  • পেটের টান ধরার দাগ কিছু দিন পর আপনি মিলিয়ে যাবে তার জন্য দামি কোনো ক্রিম বা মলমের ব্যবহার করার প্রয়োজন নেই , যদি ত্বকের শুস্কতা বা চুলকানি কমাতে ক্রিম ব্যবহার করতে চান করতে পারেন
  • আপনার স্বামী কে বলুন আপনার গর্ভে শিশুটির সাথে খেলতে , দেখুন পেটের উপর হালকা  টোকা মারলে সেও কেমন পা ছুঁড়ে  জবাব দেয় !

ডাক্তারের পরামর্শ নিন

Pregnancy weekly guide - ask your doctor

জিজ্ঞেষ করেন

  1. আমি মাঝে মাঝে আমার শিশুর নড়াচড়া অনুভব করতে পারছি না , এরকম হওয়া কি স্বাভাবিক ?
  2. সময়ের পূর্বে প্রসব সম্ভাবনার কোনো বিশেষ লক্ষণ থাকে কি?
  3. প্রসবকালীন ব্যাথা কম রাখতে কি করতে পারি ?
  4. আমার সব সময় মনে হচ্ছে আমার প্রসব সময় আসন্ন যে কোনো দিন শিশু জন্ম নিতে পারে , এরকম মনে হওয়া কি স্বাভাবিক ?
  5. আমি প্রায়ই স্পষ্ট ঘটছে এমন কিছু  ভয়ের স্বপ্ন দেখছি যাতে আমার দুশ্চিন্তা বাড়ছে , কি করতে পারি ?

কর্ম তালিকা

পয়েন্টস

  1. আপনার শিশু কতবার পা ছুড়ছে গোনার চেষ্টা করুন
  2. প্রসব পূর্ব সময়ের জন্য আবশ্যক ফলিক অ্যাসিড এবং ভিটামিনের পরিপূরক গুলি নিতে ভুলবেন না
  3. প্রসবকালীন ডাক্তারি পরীক্ষা ও পরামর্শ নিয়মিত করতে থাকুন
  4. হাসপাতালে আপনার ব্যাগ এ কি কি নিতে হবে সেগুলি লিখে রাখুন |
  5. প্রসবকালীন ব্যাথা থেকে মুক্ত করতে পারে - যোগাসনে শ্বাস প্রশ্বাসের যে আসন গুলি আছে |

গর্ভবতী মহিলাদের কীভাবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয়, তা শিখতে সহায়তা করার জন্য সপ্তাহে একবার কুশল কর্মশালা আয়োজন করা হয়।

আপনার মনে কী এই প্রশ্ন এসেছে ?

প্রসবকালীন ব্যাথা কমানোর জন্য আমি কি করতে পারি?

"যখন আপনি জানতে পারবেন প্রসবকালীন সময়ে কি হতে চলেছে, তখন আপনি অনেক বেশি রিল্যাক্সড থাকবেন ও ব্যাথা সামলানোর জন্য তৈরি থাকবেন।কারণ আপনার সাথে কি হতে চলেছে এই তথ্য গুলি আপনাকে নিজের নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে ও আপনার ভয় কমাবে।জানুন কি ভাবে রিলাক্স, শান্ত ও গভীর শ্বাস আপনার কষ্ট কিছুটা কমাতে পারে। যোগাসনে শ্বাস প্রশ্বাসের যে আসন গুলি আছে, সেগুলি আপনাকে সাহায্য করতে পারে। আপনার বসার অবস্থান ও আপনাকে সাহায্য করতে পারে - চেষ্টা করুন হাঁটু মুড়ে বসার, হেঁটে বেড়ানোর বা সামনে পেছনে দোলার।"

এখন ৩০ সপ্তাহ চলছে এবং আপনি নিশ্চই আপনার প্রসবকালীন ব্যথার কথা ভেবে চিন্তিত।আপনি চিন্তা মুক্ত হন!অনেক গুলি পদ্ধতি আছে প্রসবকালীন ব্যাথা কমানোর। ওষুধ ছাড়া যে পদ্ধতি গুলি ব্যাথা থেকে মুক্ত করতে পারে, সেগুলি হলো প্রসবকালীন সময়ে সক্রিয় থাকা, গরম শেক বা ম্যাসাজ করা, জলে নিমজ্জিত থাকা, স্ব সম্মোহন বা অন্য চিন্তায় নিজেকে নিমজ্জিত রাখা, সুগন্ধি প্রয়োগে নিজেকে শান্ত রাখা, আকুপাংচার করা।

চিকিৎসা বিজ্ঞানের অন্তর্গত ব্যাথা কমানোর পদ্ধতি গুলি হলো ব্যাথা কমানোর ওষুধ, চেতনা হ্রাস করার ওষুধ, এপিড্রুরাল ব্লক বা শরীরের বিশেষ অংশের চেতনা হ্রাস করা, স্পাইনাল ব্লক বা শিরদাঁড়ার চেতনা হ্রাস করা ও কম্ববাইন্ড স্পাইনাল ব্লক ও প্রসবের সময় কোমরের নিচের দিকের ব্যাথা কমাতে সাহায্য করে। এরসাথে শ্বাস প্রশ্বাসের ও রিলাক্সেশন এর পদ্ধতি গুলি যেমন লামাজ ( শিশুর জন্মের আগে নিজের শারীরিক গঠন ও সুবিধার কথা মাথার রেখে নিজেকে প্রস্তুত করার পদ্ধতি), হাটা, ম্যাসাজ, রিলাক্স করার চেষ্টা, স্নান করা, বসার বা শোয়ার অবস্থান পরিবর্তন করা এবং মিউজিক বা গান শোনাও প্রসব কালীন ব্যথাকে কমাতে সাহায্য করে । এই সময়ে নিজের অতি বিশ্বস্ত ও পরিচিত মানুষের সাহচর্য ও ব্যবহারিক ও ইমোশনাল সাপোর্ট দিয়ে থাকে। সব শেষে এটাই বলবো, প্রসব কালীন সময়ে আপনার সাথে কি কি হতে পারে সেই তথ্য উদ্বেগ কমাতে সাহায্য করে। তাই অবশ্যই প্রাক প্রসব শিক্ষণীয় ক্লাস গুলিতে অংশগ্রহণ করুন!

আমার বন্ধুরা আমাকে বলেছিলেন যে আমি যদি প্রচুর পরিমানে ডাব এর জল পান করি, তাহলে আমার সন্তান ফর্সা হবে। এটি কি সত্যি?

এটি একটি শ্রুতি। গর্ভাবস্থায় আপনি কি খাবেন বা করবেন তার উপর আপনার শিশুর ত্বকের রঙ নির্ভর করে না।এটি পুরনো মানুষদের বানানো একটি গল্প।ত্বকের রঙ নির্ভর করে জিনের উপর। আপনি কি ধরনের খাবার খাচ্ছেন সেটি কোনো পরিবর্তন আনে না। শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার ও আপনার প্রাক প্রসব ভিটামিন গুলি খান।ডাব এর জল আপনার শরীরে জলের পরিমান সঠিক রাখতে সাহায্য করবে |

গর্ভাবস্থায় বিষণ্ণতা

বদ হজমের অনুভূতি?

Disclaimer

Kushal's website provides health, fitness, and nutrition recommendations for informational purposes only. The information provided is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. If you have any health concerns, you should always check with your healthcare provider.