উদ্বেগ এবং শঙ্কা মোকাবেলা: সপ্তাহ ১৭ টিপস

২৪ সপ্তাহে নেভিগেট করতে সাহায্য করার জন্য ডান আইকন২২ সপ্তাহে নেভিগেট করতে সাহায্য করার জন্য বাম আইকনঅনেক মহিলা গর্ভাবস্থায় উদ্বেগ এবং আতঙ্কের সম্মুখীন হন। কিভাবে মোকাবেলা করা যায় শিখুন। কাউন্সেলিং এবং সহায়তা গোষ্ঠী সহজ করে। রিলাক্স করার জন্য সময় বের করা এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন গুরুত্বপূর্ণ।

আপনার শরীরে পরিবর্তন

ডাক্তার কে জিজ্ঞাস্য - আপনার শরীরে পরিবর্তন | সপ্তাহ ১৫ গর্ভাবস্থা |

সপ্তাহ ১৭ - কি হয়

আপনি এ সময় আপনার শরীরে অনেক নতুন , অচেনা অনুভব লক্ষ্য করছেন , হয়তো শিশুটি র নড়াচড়া এরকম মনে হওয়ার কারণ |
 আপনার সকালের অস্বস্তি , বমি ভাব চলে গেছে
আপনি আগের চেয়ে অনেক সতেজ ও উজ্জ্বল বোধ করছেন
আপনার ত্বক , চুল এর জানান দিচ্ছে |
 আপনার খিদে বাড়ছে , ঘুমের সময় নাক ডাকার প্রবণতা এ সময় স্বাভাবিক , এ নিয়ে অস্বস্তি বোধ করবেন না |

গর্ভে সন্তান বৃদ্ধি

পেয়ারা ছবি - ১৫ সপ্তাহ শিশুর আকার গাইড

কত টা বাড়লো

এই সময় শিশু টি আকারে একটি পেয়ারা র মতো
( ১০ সেন্টিমিটার আর ওজন প্রায় ৬৫ - ৭০ গ্রাম )

আপনার গর্ভে সন্তান বিকাশ

গর্ভাবস্থার ১৫ তম সপ্তাহ মহিলার ছবি

শিশুর বিকাশ

আপনার শিশুটির নড়াচড়া অনেক বেশি লক্ষ্য করবেন খাবার পরে বা যখন আপনি গান বা কোনো বাদ্য যন্ত্র শুনছেন , আপনার পেটের উপর আলতো হাতে মালিশ করুন এবং শিশুটির সাথে কথা বলুন | এভাবে শিশুটি আপনার গলার আওয়াজ চিনতে শিখবে |
এ সময় শিশুর নখ তৈরী হচ্ছে , নিজস্ব আঙুলের ছাপ আকার নিচ্ছে , শিশু এ সময় হেঁচকি তুলতে পারে, এবং আপনি তা অনুভব করতে পারছেন | আপনার জরায়ুর পেটের ভিতরের যে অংশের সাথে শিশুটি যুক্ত সেটি এখন বৃদ্ধি পেয়েছে এবং ওজনে প্রায় শিশুটি র সমান | এটির মাধ্যমে শিশুটি তার প্রয়োজনীয় খাদ্য পুষ্টি এবং ভিটামিন পেয়ে যাচ্ছে |

এই সময় আপনার নিজের ও শিশুর কি ভাবে যত্ন নেবেন

drawing of woman in week 21 of pregnancy - গর্ভাবস্তায় কি করা উচিত

আপনার ও শিশুর যত্ন

গর্ভাবস্থার সময়, লোকেরা অনেক প্রশ্ন করে। কেউ কেউ হয়তো পেট অনুভব করতেও চাইতে পারে! আনন্দ ভাগাভাগি করা ভালো। কিন্তু অসস্থিকর বোধ করলে এই অনুরোধগুলিকে 'না' বলাও ঠিক।

  • সপ্তাহে প্রায় 350 গ্রাম মাছ খাবেন। রুই মাছ খান, যাতে ওমেগা-৩ থাকে - একটি পদার্থ যেটা আপনার শিশুর মস্তিষ্কের বৃদ্ধিতে সাহায্য করে ।
  • সোর্ডফিশ, হাঙ্গর এবং ম্যাকেরেলের মত মাছ এড়িয়ে চলুন কারণ তারা পারদ উচ্চ হতে পারে।
  • লাঞ্চ বা রাত্রের খাবারের পর, সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। এতে বদহজম এবং অম্বল হতে পারে।
  • ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। আপনার ত্বকে গন্ধবিহীন লোশন ব্যবহার করুন। এটি প্রসারিত চিহ্ন প্রতিরোধ করতে সাহায্য করবে।
  • রিলাক্সেশন গর্ভাস্থায় জরুরী । যোগ এবং প্রাণায়াম মানসিক চাপ আর মনের ভার হালকা করতে সাহায্য করে। এখানে ক্লিক করলে আরও জানতে পারবেন।

ডাক্তারের পরামর্শ নিন

Pregnancy weekly guide - ask your doctor

ডাক্তার কে জিজ্ঞাস্য কিছু প্রশ্ন

শিশুর জন্মের প্রস্তুতি নিতে আমার কি কি করা উচিত এখন?
আমার কোনো সমস্যা হতে পারে কি ? এমন অবস্থায় কি সাবধানতা নেওয়া উচিত ?

কর্ম তালিকা

কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি মনে রাখা দরকার

শিশুর নড়াচড়া করা , তার থাকার বিভিন্ন অনুভূতি গুলি আপনার স্বামীকে বলুন এবং স্পর্শের মাধ্যমে তাকেও অনুভব করতে দিন |

আপনার থাকতে পারে এমন কিছু প্রশ্ন

দ্বিতীয় ত্রৈমাসিকের মহিলারা জ্বলজ্বল করে, তবে আমি কিছু বোধ করি না |

"প্রত্যেকেই আলাদা

আমি চিন্তিত ছিলাম, কুৎসিত বোধ করতাম - শারীরিক পরিবর্তন,বাচ্চার দায়িত্ব।...

এই সম্পর্কে অন্যান্য গর্ভবতী মহিলাদের সাথে কথা বলে হালকা বোধ করতাম। "

আমি কি ফেসিয়াল করাতে পারি?

" গর্ভাবস্থায় আমার ত্বক সেনসিটিভ ছিল তাই আমি নতুন কিছু ব্যবহার করিনি”

Gel nails or use nail polish

The fumes in a nail salon might make you feel sick in your first trimester, so it’s probably better to wait until later down the line. Plus, those fumes might contain organic solvents, which have been linked with birth defects in babies of mothers exposed during pregnancy. (source: NCT, UK)

Visiting salon advice -

  • Instead of getting a manicure, paint your own nails at home.
  • Ask for acetone to not be left longer than is necessary.
  • If you want to take your own nails off, use acetone-soaked cotton pads instead of putting your hands in a bowl full of acetone.
  • After you're done, make sure you wash your hands well to get rid of all the chemicals.
  • Make sure that there are open doors or windows in the shop where your nails are being done.
Disclaimer

Kushal's website provides health, fitness, and nutrition recommendations for informational purposes only. The information provided is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. If you have any health concerns, you should always check with your healthcare provider.

গর্ভবতী মহিলাদের কীভাবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয়, তা শিখতে সহায়তা করার জন্য সপ্তাহে একবার কুশল কর্মশালা আয়োজন করা হয়।

Kushal maternal mental health workshops

Vitamin A information

BabyCenter