হিসেবে বুঝতে পারছি না। আমার কত সপ্তাহ হলো?

আমার কত সপ্তাহ হলো – হিসেবে বুঝতে পারছেন না |

Click here to see a demo page that gives tips for week 17 in Bengali. আপনার শেষ ঋতুস্রাবের প্রথম দিন থেকে কত সপ্তাহ অতিবাহিত হয়েছে তা নির্দেশ করে যে আপনি গর্ভাবস্থার কোন সপ্তাহে আছেন।

 

আপনার শেষ মাসিকের প্রথম দিন (LMP) + 40 সপ্তাহ বা 280 দিন = প্রত্যাশিত প্রসবের তারিখ

নোট:

  1. এটি শুধুমাত্র একটি আনুমানিক নির্ধারিত তারিখ, আপনার শিশুর আসার সময়সীমা নয়। মাত্র 4 শতাংশ শিশু তাদের আনুমানিক নির্ধারিত তারিখে জন্মগ্রহণ করে।
  2. প্রারম্ভিক আল্ট্রাসাউন্ড গর্ভাবস্থার নির্ধারিত তারিখ নির্ধারণ করতে আরও সঠিক |