আমার কত সপ্তাহ হলো – হিসেবে বুঝতে পারছেন না |
আপনার শেষ ঋতুস্রাবের প্রথম দিন থেকে কত সপ্তাহ অতিবাহিত হয়েছে তা নির্দেশ করে যে আপনি গর্ভাবস্থার কোন সপ্তাহে আছেন।
আপনার শেষ মাসিকের প্রথম দিন (LMP) + 40 সপ্তাহ বা 280 দিন = প্রত্যাশিত প্রসবের তারিখ
নোট:
- এটি শুধুমাত্র একটি আনুমানিক নির্ধারিত তারিখ, আপনার শিশুর আসার সময়সীমা নয়। মাত্র 4 শতাংশ শিশু তাদের আনুমানিক নির্ধারিত তারিখে জন্মগ্রহণ করে।
- প্রারম্ভিক আল্ট্রাসাউন্ড গর্ভাবস্থার নির্ধারিত তারিখ নির্ধারণ করতে আরও সঠিক |