এরকম অবস্থায় শিশুর পক্ষে তার মায়ের দুধের উপকারিতা অনেক বেশি , বিশ্ব স্বাস্থ্য সংগঠনের (WHO)মত অনুসারে শিশুর জন্মলাভের পর প্রত্যেক কোভিড আক্রান্ত বা সংক্রমণের আশংকা আছে এমন মায়েদের তাঁদের শিশুকে
মাতৃ সান্নিধ্য বা বুকের দুধ খাওয়ানো একান্ত প্রয়োজনীয় | যেকোনো সামাজিক বা অর্থনৈতিক পরিস্থিতিতেই মায়ের বুকের দুধ শিশুর তখনকার এবং ভবিষ্যতের স্বাস্থ্য এবং সংক্রমণ থেকে নিরাপত্তার জন্য অপরিহার্য | কোভিড আক্রান্ত হয়েছেন এমন মায়ের বুকের দুধে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় নি , বা বুকেরদুধ খাওয়ানোর কারণে মায়ের থেকে শিশুর সংক্রামণের কোনো প্রমান ও পাওয়া যায় নি | এ সম্পর্কে আরো জানতে চাইলে WHO ওয়েবসাইট দেখতে পারেন |